বর্তমান শিক্ষা ব্যবস্থা
মাদরাসাতুন নূর আল আরাবিয়া বাংলাদেশ দরসে নেযামী, মাদানী নেসাব ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত পাঠ্যক্রম অনুসরণ করে। ফলে শিক্ষার্থীরা বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড “বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ”, মাদানী নেসাব শিক্ষাবোর্ড “হাইআতুল ইমতিহানিল মারকাযি লিল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ” এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড-এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষাসমূহে অংশগ্রহণ করার সুযোগ লাভ করে।