শিক্ষার্থীদের ইউনিফর্ম
মাদরাসাতুন নূর আল আরাবিয়া বাংলাদেশ-এর শিক্ষার্থীদের জন্য ক্লাস চলাকালীন সাদা জুব্বা / পাঞ্জাবি, সাদা পাজামা ও সাদা টুপি পড়া বাধ্যতামূলক। অন্যান্য সময় সাদা টুপির সাতে লাল, হলুদ ও কুসুমি রং ব্যতিত অন্য যেকোন রঙ্গের একরঙ্গা কাপড় পড়ার অবকাশ আছে।