ভর্তি পরীক্ষা

নূরানি, নাযেরা, হিফজ ও কিতাব বিভাগ ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত উস্তাযের নিকট ভর্তি পরীক্ষা দিতে হবে। এবং তাদের পরীক্ষার ফলাফল পরীক্ষক তৎক্ষণাত প্রদান করবেন।

অন্যান্য জামাআতের ক্ষেত্রে মাদরাসা কর্তৃক নিরার্ধিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং তাদের ফলাফলা একত্রে প্রকাশ করা হবে।