শ্রেণি সূচি
মাদরাসাতুন নূর আল আরাবিয়া বাংলাদেশ-এর নূরানি বিভাগের নিয়মিত ক্লাস সকাল ৮.৪৫ মিনিট থেকে শুরু হয় এবং মাঝে ৩০ মিনিট বিরতি সহ দুপুর ১.০০ টায় শেষ হয়। এ বিভাগের শিক্ষার্থীরা বিকাল ৩.০০ টা থেকে আসর পর্যন্ত ও মাগরিব থেকে ঈশা পর্যন্ত উস্তাযের তত্ত্বাবধানে পড়া-লেখা করে থাকে।
হিফজ ও নাযেরা বিভাগের শিক্ষার্থীরা ফজরের নামাজের ৪৫ মিনিট পূর্ব থেকে (নামাজ ও সকালের নাস্তার বিরতিসহ) সকাল ৯.০০ পর্যন্ত পড়া-লেখা করে। সকাল ৯.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত বিশ্রাম ও গোসলের পর (নামাজ ও দুপুরের খাবারের বিরতিসহ) আসর পর্যন্ত পড়া-লেখা করে। অতপর মাগরিব থেকে (ঈশার নামাজ ও রাতের খাবারের বিরতিসহ) রাত দশটা পর্যন্ত পড়া-লেখা করে।
কিতাব বিভাগের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস সকাল ৮.৪৫ মিনিট থেকে শুরু হয় এবং মাঝে ১৫ মিনিট বিরতি সহ দুপুর ১.০০ টায় শেষ হয়। অন্যান্য সময় রুটিন অনুযায়ী উস্তাযদের তত্ত্বাবধানে পড়া-লেখায় লিপ্ত থাকে।