ইতিহাস
(১লা রামাদান) ১৪৪৫ হিজরি মোতাবেক (১২ মার্চ) ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে নুরানি, নাযেরা, হিফজ ও কিতাব বিভাগের ১ম ও ২য় বর্ষ নিয়ে ঢাকার আফতাবনগরে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন হাফেজ মাওলানা মুফতী আ. স. ম. আল আমিন হাফিযাহুল্লাহ।
বর্তমান সময়ে বস্তুবাদী চিন্তা-চেতনা ও ইবলিসি ধ্যান-ধারণা আশরাফুল মাখলুকাত মানবজাতিকে তাদের মনুষ্যত্ব হরণ করে পশুর কাতারে নিক্ষেপ করতে সর্বদা সচেষ্ট রয়েছে। বর্তমানে কুরআন-সুন্নাহ বিবর্জিত, নীতিভ্রষ্ট কর্মকাÐ সভ্যতা বলে বিবেচিত হওয়ায় আমাদের সমাজ অজ্ঞতা, বর্বরতা, বেহায়াপনা, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের শেষ সীমায় পৌঁছেছে। কলুষিত এ সমাজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আদর্শে ঢেলে সাজানোর জন্য আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত হওয়া যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন পৃথিবীর প্রতিটি মানুষের কাছে কুরআন হাদীসের পয়গাম পৌঁছিয়ে দেওয়া। এ জন্য দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগের চাহিদা পূরণে সাধারণ শিক্ষা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রয়োজন পূরণের লক্ষ্যেই মাদরাসাতুন নূর আল আরাবিয়া বাংলাদেশ-এর অভিযাত্রা।