নোটিশ নং - ১৯
তাং - ১৪-০৮-২০২৪ ( বুধবার )
এতদ্বারা মুরাদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদের জানানো যাইতেছে যে বর্তমান অন্তবর্তী কালিণ সরকার ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল ঘোষণা করায় আগামীকাল বৃহষ্পতিবার ( ১৫ ই আগষ্ট ) অত্র মাদ্রাসার শ্রেণী কার্যক্রম যথানিয়মে চালু থাকিবে। স্থগিত অর্ধবার্ষিক / ষাম্নাসিক পরীক্ষা / মুল্যায়নের বিষয়ে শিঘ্রই ছাত্র ছাত্রীদের নোটিশের মাধ্যমে অবহিত করা হবে।
মোঃ আশরাফুল আলম
( ভারপ্রাপ্ত অধ্যক্ষ )
১৪-০৮-২৪