নোটিশ নং - ২০
তাং - ২১-০৮-২০২৪ ( বুধবার )
এতদ্বারা মুরাদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদের জানানো যাইতেছে যে, চলমান অর্ধবার্ষিক পরীক্ষা / মূল্যায়ন এর বাকী বিষয় আগামী ২৭-০৮-২০২৪ তারিখ রোজ মঙ্গলবার পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। ষষ্ঠ থেকে নবম শ্রেনী পর্যন্ত ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক ( NCF ) এর বিষয় সমূহ, সরকার থেকে নির্দেশনা পাওয়ার পরে ছাত্র ছাত্রীদের নোটিশের মাধ্যমে জানানো হবে।
মুরাদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীকে জুলাই এবং আগষ্ট মাসের বেতন অবিলম্বে পরিশোধ করার জন্য নির্দেশ দেয়া হলো।
মোঃ আশরাফুল আলম
( ভারপ্রাপ্ত অধ্যক্ষ )
২১-০৮-২৪