নোটিশ নং - ০১
মাদরাসাতুন নূর আল আরাবিয়া বাংলাদেশ-এর সকল তালিবে ইলমকে অবগত করা যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ৩.০৬.২০২৫ খ্রিস্টাব্দ মোতাবেক রোজ মঙ্গলবার থেকে ১৫.০৬.২০২৫ খ্রিস্টাব্দ মোতাবেক রোজ রবিবার পর্যন্ত মাদরাসার সকল বিভাগ ছুটি ঘোষণা করা হলো।
অতএব, সকল বিভাগের তালিবে ইলমকে আগামী ১৫.০৬.২০২৫ খ্রিস্টাব্দ মোতাবেক রোজ রবিবার আছরের নামাযের পূর্বে মাদরাসায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া গেলো ।
আল্লাহ্ তায়ালা সকলকে নির্বিঘ্নে সহীহ সালামতে যাওয়া আসার তাওফীক দান করুন।